Credits

PERFORMING ARTISTS
RAJA
RAJA
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Rabindranath Tagore
Songwriter
PRODUCTION & ENGINEERING
Gopa Roy
Gopa Roy
Producer

Lyrics

বহুদিন হল কোন ফাল্গুনে
ছিনু আমি তব ভরসায়
এলে তুমি ঘন বরষায়
আজি উত্তাল তুমুল ছন্দে
আজ নবঘন-বিপুল-মন্দ্রে
আমার পরানে যে গান বাজাবে
সে গান তোমার করো সায়
আজি জলভরা বরষায়
দূরে একদিন দেখেছিনু তব
কনকাঞ্চল-আবরণ
নবচম্পক-আভরণ
কাছে এলে যবে হেরি অভিনব
ঘোর ঘননীল গুণ্ঠন তব
চলচপলার চকিত চমকে
করিছে চরণ বিচরণ
কোথা চম্পক-আভরণ
সেদিন দেখেছি খনে খনে তুমি
ছুঁয়ে ছুঁয়ে যেতে বনতল
নুয়ে নুয়ে যেত ফুলদল
শুনেছিনু যেন মৃদু রিনি রিনি
ক্ষীণ কটি ঘেরি বাজে কিংকিণী
পেয়েছিনু যেন ছায়াপথে যেতে
তব নিশ্বাসপরিমল
ছুঁয়ে যেতে যবে বনতল
আজ আসিয়াছ ভুবন ভরিয়া
গগনে ছড়ায়ে এলোচুল
চরণে জড়ায়ে বনফুল
ঢেকেছে আমারে তোমার ছায়ায়
সঘন সজল বিশাল মায়ায়
আকুল করেছ শ্যাম সমারোহে
হৃদয়সাগর-উপকূল
চরণে জড়ায়ে বনফুল
ফাল্গুনে আমি ফুলবনে বসে
গেঁথেছিনু যত ফুলহার
সে নহে তোমার উপহার
যেথা চলিয়াছ সেথা পিছে পিছে
স্তবগান তব আপনি ধ্বনিছে
বাজাতে শেখে নি সে গানের সুর
এ ছোটো বীণার ক্ষীণ তার
এ নহে তোমার উপহার
কে জানিত সেই ক্ষণিকা মুরতি
দূরে করি দিবে বরষন
মিলাবে চপল দরশন?
কে জানিত মোরে এত দিবে লাজ?
তোমার যোগ্য করি নাই সাজ
বাসর-ঘরের দুয়ারে করালে
পূজার অর্ঘ্য-বিরচন
একি রূপে দিলে দরশন
ক্ষমা করো তবে ক্ষমা করো মোর
আয়োজনহীন পরমাদ
ক্ষমা করো যত অপরাধ
এই ক্ষণিকের পাতার কুটিরে
প্রদীপ-আলোকে এসো ধীরে ধীরে
এই বেতসের বাঁশিতে পড়ুক
তব নয়নের পরসাদ
ক্ষমা করো যত অপরাধ
আস নাই তুমি নবফাল্গুনে
ছিনু যবে তব ভরসায়
এসো এসো ভরা বরষায়
এসো গো গগনে আঁচল লুটায়ে
এসো গো সকল স্বপন ছুটায়ে
এ পরান ভরি যে গান বাজাবে
সে গান তোমার করো সায়
আজি জলভরা বরষায়
Written by: Rabindranath Tagore, Surajit Das
instagramSharePathic_arrow_out

Loading...