Credits
PERFORMING ARTISTS
Salma
Performer
COMPOSITION & LYRICS
Sojib Adhikary
Songwriter
Lyrics
এমন আঘাত মারলা কলিজায়,
আমার অন্তর জ্বইলা য়ায় রে বন্ধু
অন্তর জ্বইলা যায়।
বিনা দোষে করলা দূষী
কান্দাঁইলা আমায় রে বন্ধু
অন্তর জ্বইলা যায়।
১) আমায় ভুলে অন্যের বুকে
সুখের ঘুম ঘুমাও,
সেই আমারে রাত জাগাইয়া
আসমানের চাঁন দেখাও।(২)
সত্য করে কও রে বন্ধু
এই জ্বালা কি প্রানে সয়।
২) তোমার দেওয়া প্রেমের মশাল
জ্বলে আমার বুকে
একবার এসে দেইখা যাইও
আছি কত সুখে। (২)
তোমার লাইগ্যা সবাই এখন
পাগল শুধু আমায় কয় ।
Written by: Sojib Adhikary