Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Dohar
Dohar
Lead Vocals
PRODUCTION & ENGINEERING
Dohar
Dohar
Producer

Lyrics

রূপেতে বন্দনা করি শুনো জেরগণ
আইসো বাবা গুরু মসজিদ গানের এই আসর
অন্তরে বন্দনা করি পাহাড়-পর্বত
আইসো গো মা সরস্বতী কণ্ঠে করো ভর
পশ্চিমে বন্দনা করি মক্কা-বালুস্তান
চারিদিকে সুধীজনে জানাই সালাম
দক্ষিণে বন্দনা করি সমুদ্দুরের খেলা
সবে মিলে চলো যাই চড়কের ভেলা
বলো হরি প্রাণনাথ, মাথার উপরে জগন্নাথ
এইবার উদ্ধার করো শিব শিব শিব হে
বলো হরি প্রাণনাথ, মাথার উপরে জগন্নাথ
এইবার উদ্ধার করো শিব শিব শিব হে
বলো হরি প্রাণনাথ, মাথার উপরে জগন্নাথ
এইবার উদ্ধার করো শিব শিব শিব হে
ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল
ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল
বব ভম ভম ভবম ভবম বাজায় ভুলায় গাল
শিব বব ভম ভম ভবম ভবম বাজায় ভুলায় গাল, হেই
ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল
ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল
বব ভম ভম ভবম ভবম বাজায় ভুলায় গাল
শিব বব ভম ভম ভবম ভবম বাজায় ভুলায় গাল!
শিঙ্গা-ডমুর নিয়া হাতে নাচেরে ভূতের নাথে
শিঙ্গা-ডমুর নিয়া হাতে নাচেরে ভূতের নাথে
কুচকুচুনি, মুচমুচুনি বাজায় ঢোলক ঢাল
সঙ্গে চকুচুনি, মুচমুচুনি বাজায় ঢোলক ঢাল
শিব বব ভম ভম ভবম ভবম বাজায় ভুলায় গাল
শিব বব ভম ভম ভবম ভবম বাজায় ভুলায় গাল
(শিব শিব)
দেখ আজি কী আনন্দ!
ভোলা মন, মন রে আমার দেখ আজি কী আনন্দ
দেখ আজি কী আনন্দ, নৃত্য করে সদানন্দ
সদানন্দের সঙ্গে নাচে আরো তাল-বেতাল
হেই, সদানন্দের সঙ্গে নাচে আরো তাল-বেতাল
শিব বব ভম ভম ভবম ভবম বাজায় ভুলায় গাল
শিব বব ভম ভম ভবম ভবম বাজায় ভুলায় গাল
ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল
ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল
বব ভম ভম ভবম ভবম বাজায় ভুলায় গাল
শিব বব ভম ভম ভবম ভবম বাজায় ভুলায় গাল
শিব বব ভম ভম ভবম ভবম বাজায় ভুলায় গাল
শিব বব ভম ভম ভবম ভবম বাজায় ভুলায় গাল
Written by: Dohar
instagramSharePathic_arrow_out

Loading...