Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Parvez
Parvez
Performer
Shafiq Tuhin
Shafiq Tuhin
Electric Bass Guitar
COMPOSITION & LYRICS
Asif Iqbal
Asif Iqbal
Songwriter
PRODUCTION & ENGINEERING
Rakib Musabbir
Rakib Musabbir
Co-Producer

Lyrics

কত ঝড় সয়ে মাটি যে পাথর হয়
সেই পাথর চিড়ে সুখেরই নদী বয়
কত ঝড় সয়ে মাটি যে পাথর হয়
সেই পাথর চিড়ে সুখেরই নদী বয়
নদীটা দেখে সবাই, পাথর দেখে না
যাকে মেনেছিলাম জীবনের আয়না
তাকে দূরে রাখা যায়, ভুলে থাকা যায় না
যাকে মেনেছিলাম জীবনের আয়না
তাকে দূরে রাখা যায়, ভুলে থাকা যায় না
ভালোবাসা হয় যদি অপরাধ
আমি বারবার নেব সে ভুলেরই স্বাদ
ভালোবাসা হয় যদি অপরাধ
আমি বারবার নেব সে ভুলেরই স্বাদ
ভালোবাসা কখনও পরাজয় মানে না
যাকে মেনেছিলাম জীবনের আয়না
তাকে দূরে রাখা যায়, ভুলে থাকা যায় না
যাকে মেনেছিলাম জীবনের আয়না
তাকে দূরে রাখা যায়, ভুলে থাকা যায় না
কত ঝড় সয়ে মাটি যে পাথর হয়
সেই পাথর চিড়ে সুখেরই নদী বয়
কত ঝড় সয়ে মাটি যে পাথর হয়
সেই পাথর চিড়ে সুখেরই নদী বয়
নদীটা দেখে সবাই, পাথর দেখে না
যাকে মেনেছিলাম জীবনের আয়না
তাকে দূরে রাখা যায়, ভুলে থাকা যায় না
যাকে মেনেছিলাম জীবনের আয়না
তাকে দূরে রাখা যায়, ভুলে থাকা যায় না
Written by: Asif Iqbal
instagramSharePathic_arrow_out

Loading...