album cover
Proshno
620
Rock
Proshno was released on November 13, 2024 by INDEPENDENT as a part of the album Proshno - Single
album cover
Release DateNovember 13, 2024
LabelINDEPENDENT
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM72

Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Shanto Jaman
Shanto Jaman
Vocals
COMPOSITION & LYRICS
Shanto Jaman
Shanto Jaman
Songwriter
Taawkir Tajammul
Taawkir Tajammul
Songwriter
PRODUCTION & ENGINEERING
Taawkir Tajammul
Taawkir Tajammul
Mixing Engineer

Lyrics

আমার কিছু কবিতা
কিছু প্রিয় মুহুর্ত
কিছু একান্ত ব্যাক্তিগত অনুভূতি
একজন ভুল মানুষের কাছে চলে গেছে
কখনো সুযোগ পেলে আমি তা ফিরিয়ে নিতে চাই
প্রিয় অপরিচিতা
ফিরিয়ে দিবে কি?
রাতের সাথে সন্ধি আমার
ভাবায় আমার স্মৃতি তোমার
চোরাবালির মত হারিয়ে গেছি
খুঁজছি নিজেকে কোথায় যেন
খোলা জানালার পাশে দাড়িয়ে আমি
খুঁজি তোমার চলে যাওয়ার কারণ
শত প্রশ্নের ভীরে কোথায় হারিয়ে
ফ্যাকাসে এই চোখে দেখি তোমার রঙ
তবুও প্রার্থনায় তুমি থাকবে বেঁচে
ছবি গুলো তবুও যাবো এঁকে
মনের ছোট্ট কুঠিরের কোনে
আপন মনে নিজের করে
তোমার নামে লেখা গান
আজ শোনাবো কাকে?
বলতে কি পারো কেন?
এসেছিলে?
খোলা জানালার পাশে দাড়িয়ে আমি
খুঁজি তোমার চলে যাওয়ার কারণ
শত প্রশ্নের ভীরে কোথায় হারিয়ে
ফ্যাকাসে এই চোখে দেখি তোমার রঙ
আমার কিছু কবিতা
কিছু প্রিয় মুহুর্ত
কিছু একান্ত ব্যাক্তিগত অনুভূতি
একজন ভুল মানুষের কাছে চলে গেছে
কখনো সুযোগ পেলে আমি তা ফিরিয়ে নিতে চাই
প্রিয় অপরিচিতা
ফিরিয়ে দিবে কি?
Written by: Shanto Jaman, Taawkir Tajammul
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...