Credits

PERFORMING ARTISTS
Mahiujjamaan Chowdhury
Mahiujjamaan Chowdhury
Performer
Mohiujjaman Rahman
Mohiujjaman Rahman
Performer
COMPOSITION & LYRICS
Rabindra Nath Tagore
Rabindra Nath Tagore
Lyrics

Lyrics

তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই
তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই
মনোহরণ চপলচরণ সোনার হরিণ চাই
আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই
তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই
সে-যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায়, যায় না তারে বাঁধা
সে-যে নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁধা
সে-যে চমকে বেড়ায় দৃষ্টি এড়ায়, যায় না তারে বাঁধা
সে-যে নাগাল পেলে পালায় ঠেলে, লাগায় চোখে ধাঁধা
আমি ছুটব পিছে মিছে মিছে পাই বা নাহি পাই
আামি আপন-মনে মাঠে বনে উধাও হয়ে ধাই
আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই
তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই
তোরা পাবার জিনিস হাটে কিনিস, রাখিস ঘরে ভরে
যারে যায় না পাওয়া তারি হাওয়া লাগল কেন মোরে
আমার যা ছিল তা গেল ঘুচে যা নেই তার ঝোঁকে
আমার ফুরোয় পুঁজি, ভাবিস বুঝি মরি তারি শোকে
আমার যা ছিল তা গেল ঘুচে যা নেই তার ঝোঁকে
আমার ফুরোয় পুঁজি, ভাবিস বুঝি মরি তারি শোকে
আমি আছি সুখে হাস্যমুখে, দুঃখ আমার নাই
আমি আপন-মনে মাঠে বনে উধাও হয়ে ধাই
আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই
তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই
মনোহরণ চপলচরণ সোনার হরিণ চাই
আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই
তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...