Credits
PERFORMING ARTISTS
Shafiq Tuhin
Vocals
COMPOSITION & LYRICS
Shafiq Tuhin
Composer
PRODUCTION & ENGINEERING
Shafiq Tuhin
Producer
Lyrics
অহর্নিশি এতো দেখি তবু, শেষতো হয় না দেখা
তোমায় দেখে যেন নতুন করে আবারো বাঁচতে শেখা
অহর্নিশি এতো দেখি তবু, শেষতো হয় না দেখা
তোমায় দেখে যেন নতুন করে আবারো বাঁচতে শেখা
জীবনের সব কথা বলেও গল্প তবু না ফুরায়
সময় যেন থেমে যায়, তোমার ভাবনায়
জীবনের সব কথা বলেও গল্প তবু না ফুরায়
সময় যেন থেমে যায়, তোমার ভাবনায়
মনের মন্দির যেখানে, রয়েছো তুমি সেখানে
মনের বসতি যেখানে, রয়েছো তুমি শুধু সেখানে
ভালোবাসার জন্ম আছে, কোনো মৃত্যু নেই
ভালোবাসার জন্ম আছে, কোনো মৃত্যু নেই
স্বপ্নেরি শুরু তোমার থেকেই, শেষ তোমারি মাঝে
একই মনে একই প্রাণ, একই সুর বাজে
স্বপ্নেরি শুরু তোমার থেকেই, শেষ তোমারি মাঝে
একই মনে একই প্রাণ, একই সুর বাজে
মনের মন্দির যেখানে, রয়েছো তুমি সেখানে
মনের বসতি যেখানে, রয়েছো তুমি শুধু সেখানে
ভালোবাসার জন্ম আছে, কোনো মৃত্যু নেই
ভালোবাসার জন্ম আছে, কোনো মৃত্যু নেই
অহর্নিশি এতো দেখি তবু, শেষতো হয় না দেখা
তোমায় দেখে যেন নতুন করে আবারো বাঁচতে শেখা
অহর্নিশি এতো দেখি তবু, শেষতো হয় না দেখা
তোমায় দেখে যেন নতুন করে আবারো বাঁচতে শেখা
Written by: Shafiq Tuhin