album cover
Green Poison
2,623
Electronic
Green Poison was released on July 8, 2014 by SubCarbon as a part of the album Addiction
album cover
Release DateJuly 8, 2014
LabelSubCarbon
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM70

Music Video

Music Video

Credits

Lyrics

তুমি আয়না হয়েই থেকো আমার হৃদয়ে
সেই আয়না থেকেই কথা বলো আমার সঙ্গে
কানে ধরে থেকো একটা ফোন
যেন এসব কিছুই মনে হয় সত্যের মতন
আয়নাতেই বসবাস, আয়নাতেই ঘুম
ঘুমের আগের ত্রিশ সেকেন্ড, যেন হয় উসুল
আমি চিৎকার দেব আকাশ কাঁপিয়ে
তুমি তাকাবে আমার পানে আধাঁর চোখে
আমি কিছুই চাইবোনা
তাই কিছুই দেবোনা
থাকবেনা এতটুকু এক্সপেক্টেশান
তবু চাইতে পারো কাল্পনিক পূর্নিমা রাত
তুমি আর আমি আর সব অন্ধকার
এমন কেউ ছিলোনা আর এই জগতে
যে আমার গড়া অদৃশ্য এই সীমান্ত দেখেছে
তুমি ভুলে গেছ সূক্ষ্ম শুই ফুটিয়ে
কিছু বুঝে উঠার আগেই
সব গেল ফুরিয়ে
সেই আয়না ভেঙ্গে গেছে নেই আর হৃদয়ে
কথা হয়না আর ভাঙ্গা কাচের টুকরো থেকে
সত্য ডুবে গেছে চিরতরে মিথ্যে কল্পনাতে
ঘরের মেঝেতে পরিত্যাক্ত সেই ফোনটা পড়ে থাকে
বাস্তবতায় বাস, বাস্তবতায় ঘুম
ঘুমের পরেও ত্রিশ সেকেন্ড কেটে যায় নির্ঘুম
আমি নির্বান, চেয়ে থাকি আকাশ পানে
তুমি তাকাবেনা আর আমার চোখে আয়না থেকে
Written by: Ganja
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...