album cover
Shonkho
95
Rock
Shonkho was released on April 15, 2014 by ME Label as a part of the album Bhaago
album cover
AlbumBhaago
Release DateApril 15, 2014
LabelME Label
Melodicness
Acousticness
Valence
Danceability
Energy
BPM70

Credits

PERFORMING ARTISTS
Shunno
Shunno
Performer
COMPOSITION & LYRICS
Shunno
Shunno
Composer

Lyrics

শঙ্খ বালুকা বেলা, অন্ধ প্রেমেদের মেলা
সবকিছু যেনো অধরা
দুচোখে খুঁজেছি
অতঃপর বুঝেছি
হয়ে গেছে অবেলা
ফুরিয়েছে সব নোনাজল
দুঃখ এতটা অটল
আশা দলছুট হয়ে
ভয়ে ব্যস্ততার ভিড়ে এসব হতে পারে কি?
কত চেনা মুখ নতুন করে চেনা হয়
সম্পর্কগুলো বদলে দেয় সময় (সময়)
কত চেনা মুখ নতুন করে চেনা হয়
সম্পর্কগুলো বদলে দেয় সময় (সময়)
অল্প রোদের ভেতরে
ডানা মেলা গাঙচিল হয়ে
স্বপ্নদের আজ ছুটি
স্বপ্নহীন হয়ে আমি
আঁধারে একাকী
ভাবি নি এমনটা হবে
কখনো গল্প ফুরোবে
বলো না আমি লড়ি নি
চেষ্টা আমি করি নি
অবুঝ অপরিণত আমি
কত চেনা মুখ নতুন করে চেনা হয়
সম্পর্কগুলো বদলে দেয় সময় (সময়)
কত চেনা মুখ নতুন করে চেনা হয়
সম্পর্কগুলো বদলে দেয় সময় (সময়)
কত চেনা মুখ নতুন করে চেনা হয়
সম্পর্কগুলো বদলে দেয় সময় (সময়)
কত চেনা মুখ নতুন করে চেনা হয়
সম্পর্কগুলো বদলে দেয় সময় (সময়)
Written by: Shunno
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...