Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Jayati Chakraborty
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindra Nath Thakur
Songwriter
PRODUCTION & ENGINEERING
Cozmik Harmony
Producer
Lyrics
আমার মাথা নত করে দাও হে
তোমার চরণধুলার তলে।
সকল অহংকার হে আমার ডুবাও
চোখের জলে॥
নিজেরে করিতে গৌরব দান
নিজেরে কেবলি করি অপমান,
আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি
পলে পলে।
সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে॥
আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে,
তোমারি ইচ্ছা করো হে পূর্ণ আমার জীবনমাঝে।
যাচি হে তোমার চরম শান্তি,
পরানে তোমার পরম কান্তি,
আমারে আড়াল করিয়া দাঁড়াও
হৃদয়পদ্মদলে।
সকল অহংকার হে আমার ডুবাও
চোখের জলে॥
Written by: Rabindra Nath Thakur


