Müzik Videosu
Müzik Videosu
Krediler
PERFORMING ARTISTS
Rezwana Choudhury Bannya
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Şarkı sözleri
জাগে নাথ জোছনারাতে
জাগো রে অন্তর, জাগো
জাগে নাথ জোছনারাতে
তাঁহারি পানে চাহো মুগ্ধপ্রাণে
তাঁহারি পানে চাহো মুগ্ধপ্রাণে
নিমেষহারা আঁখিপাতে
জাগে নাথ জোছনারাতে
নীরব চন্দ্রমা, নীরব তারা
নীরব গীতরসে হল হারা
জাগে বসুন্ধরা, অম্বর জাগে রে
জাগে বসুন্ধরা, অম্বর জাগে রে
জাগে রে সুন্দর সাথে
জাগে নাথ জোছনারাতে
Written by: Rabindranath Tagore