Müzik Videosu

Asif Akbar | Biday Bondhu | বিদায় বন্ধু | Bangla Lyrical Video | Soundtek
{artistName} adlı sanatçının {trackName} müzik videosunu izle

Şurada:

Krediler

PERFORMING ARTISTS
A.S.I.F
A.S.I.F
Performer
Asif Akbar
Asif Akbar
Performer
COMPOSITION & LYRICS
Bappa Mojumdar
Bappa Mojumdar
Composer
Rajesh Ghosh
Rajesh Ghosh
Songwriter

Şarkı sözleri

যেতে চাইলে, কাউকে ধরে রাখা যায় না মন ছুটলে, তাকে আর ফেরানো যায় না আমাকে ভুলে যদি সুখে থাকা যায় বন্ধু, তোমাকে জানাই বিদায় বন্ধু, তোমাকে জানাই বিদায় যেতে চাইলে, কাউকে ধরে রাখা যায় না মন ছুটলে, তাকে আর ফেরানো যায় না আমাকে ভুলে যদি সুখে থাকা যায় বন্ধু, তোমাকে জানাই বিদায় বন্ধু, তোমাকে জানাই বিদায় বিধাতার নিয়মে, ঘুরছে ভাগ্য চাকা সে নিয়মে এ হৃদয়, হতেই পারে ফাঁকা বিধাতার নিয়মে, ঘুরছে ভাগ্য চাকা সে নিয়মে এ হৃদয়, হতেই পারে ফাঁকা যদি অন্যের ছবি থাকে ভাবনায় বন্ধু, তোমাকে জানাই বিদায় বন্ধু, তোমাকে জানাই বিদায় হাজার বছর পাশে থেকে আর লাভ কি? না হলে মনের মিল, ঘর বাঁধা যায় কি হাজার বছর পাশে থেকে আর লাভ কি? না হলে মনের মিল, ঘর বাঁধা যায় কি পড়ে আছে দুটি মন, দুই মোহনায় বন্ধু, তোমাকে জানাই বিদায় যেতে চাইলে, কাউকে ধরে রাখা যায় না মন ছুটলে, তাকে আর ফেরানো যায় না আমাকে ভুলে যদি সুখে থাকা যায় বন্ধু তোমাকে জানাই বিদায় বন্ধু তোমাকে জানাই বিদায়
Writer(s): Pollob Shannal, Prodip Shaha Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out