Krediler
Şarkı sözleri
জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে
সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে
জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে
সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে
জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে
চলার পথে দিনে রাতে দেখা হবে সবার সাথে
চলার পথে দিনে রাতে দেখা হবে সবার সাথে
তাদের আমি চাব, তারা আমায় চাবে
জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে
জীবন আমার পলে পলে এমনি ভাবে
দুঃখসুখের রঙে রঙে রঙিয়ে যাবে
জীবন আমার পলে পলে এমনি ভাবে
দুঃখসুখের রঙে রঙে রঙিয়ে যাবে
রঙের খেলার সেই সভাতে
খেলে যে জন সবার সাথে
রঙের খেলার সেই সভাতে
খেলে যে জন সবার সাথে
তারে আমি চাব, সেও আমায় চাবে
জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে
সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে চলে যাবে
জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে
Written by: Rabindranath Tagore