Krediler

Şarkı sözleri

এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে
বাহির হয়ে এসো
বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে
এসো আমার ঘরে
এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে
স্বপনদুয়ার খুলে এসো অরুণ-আলোকে
এসো মুগ্ধ এ চোখে
ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে
এসো আমার ঘরে
এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে
দুঃখ-সুখের দোলে এসো
প্রাণের হিল্লোলে এসো
দুঃখ-সুখের দোলে এসো
ছিলে আশার অরূপ বাণী ফাগুনবাতাসে
বনের আকুল নিশ্বাসে
এবার ফুলের প্রফুল্ল রূপ, এসো
এসো বুকের 'পরে
এসো আমার ঘরে
এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে
বাহির হয়ে এসো
বাহির হয়ে এসো তুমি যে আছ অন্তরে
এসো আমার ঘরে
এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে
instagramSharePathic_arrow_out

Loading...