Krediler

Şarkı sözleri

এই কথাটা ধরে রাখিস
মুক্তি তোরে পেতেই হবে
যে পথ গেছে পারের পানে
সে পথে তোর যেতেই হবে
মুক্তি তোরে পেতেই হবে
এই কথাটা ধরে রাখিস
মুক্তি তোরে পেতেই হবে
অভয় মনে কণ্ঠ ছাড়ি
গান গেয়ে তুই দিবি পাড়ি
খুশি হয়ে ঝড়ের হাওয়ায়
ঢেউ যে তোরে খেতেই হবে
মুক্তি তোরে পেতেই হবে
এই কথাটা ধরে রাখিস
মুক্তি তোরে পেতেই হবে
পাকের ঘোরে ঘোরায় যদি
ছুটি তোরে পেতেই হবে
চলার পথে কাঁটা থাকে
দলে তোমায় যেতেই হবে
সুখের আশা আঁকড়ে লয়ে
মরিস নে তুই ভয়ে ভয়ে
জীবনকে তোর ভরে নিতে
মরণ-আঘাত খেতেই হবে
মুক্তি তোরে পেতেই হবে
এই কথাটা ধরে রাখিস
মুক্তি তোরে পেতেই হবে
যে পথ গেছে পারের পানে
সে পথে তোর যেতেই হবে
মুক্তি তোরে পেতেই হবে
এই কথাটা ধরে রাখিস
মুক্তি তোরে পেতেই হবে
instagramSharePathic_arrow_out

Loading...