Krediler

Şarkı sözleri

সবাই যারে সব দিতেছে
তার কাছে সব দিয়ে ফেলি
সবাই যারে সব দিতেছে
তার কাছে সব দিয়ে ফেলি
কবার আগে চাবার আগে
আপনি আমায় দেব মেলি
সবাই যারে সব দিতেছে
তার কাছে সব দিয়ে ফেলি
নেবার বেলা হলেম ঋণী
ভিড় করেছি, ভয় করিনি
নেবার বেলা হলেম ঋণী
ভিড় করেছি, ভয় করিনি
এখনো ভয় করব না রে
দেবার খেলা এবার খেলি
সবাই যারে সব দিতেছে
তার কাছে সব দিয়ে ফেলি
প্রভাত তারি সোনা নিয়ে
বেরিয়ে পড়ে নেচে-কুঁদে
সন্ধ্যা তারে প্রণাম করে
সব সোনা তার দেয় রে শুধে
প্রভাত তারি সোনা নিয়ে
বেরিয়ে পড়ে নেচে-কুঁদে
সন্ধ্যা তারে প্রণাম করে
সব সোনা তার দেয় রে শুধে
ফোটা ফুলের আনন্দ রে
ঝরা ফুলেই ফলে ধরে
ফোটা ফুলের আনন্দ রে
ঝরা ফুলেই ফলে ধরে
আপনাকে, ভাই, ফুরিয়ে-দেওয়া
চুকিয়ে দে তুই বেলাবেলি
সবাই যারে সব দিতেছে
তার কাছে সব দিয়ে ফেলি
কবার আগে চাবার আগে
আপনি আমায় দেব মেলি
সবাই যারে সব দিতেছে
তার কাছে সব দিয়ে ফেলি
instagramSharePathic_arrow_out

Loading...