Krediler
Şarkı sözleri
বাজে রে বাজে ডমরু বাজে
হৃদয়মাঝে, হৃদয়মাঝে
বাজে রে বাজে ডমরু বাজে
হৃদয়মাঝে, হৃদয়মাঝে
নাচে রে নাচে চরণ নাচে
প্রাণের কাছে, প্রাণের কাছে
নাচে রে নাচে চরণ নাচে
প্রাণের কাছে, প্রাণের কাছে
প্রহর জাগে, প্রহরী জাগে
তারায় তারায় কাঁপন লাগে
প্রহর জাগে, প্রহরী জাগে
তারায় তারায় কাঁপন লাগে
মরমে মরমে বেদনা ফুটে
বাঁধন টুটে, বাঁধন টুটে
মরমে মরমে বেদনা ফুটে
বাঁধন টুটে, বাঁধন টুটে
বাজে রে বাজে ডমরু বাজে
হৃদয়মাঝে, হৃদয়মাঝে
বাজে রে বাজে ডমরু বাজে
হৃদয়মাঝে, হৃদয়মাঝে

