Müzik Videosu
Müzik Videosu
Krediler
PERFORMING ARTISTS
Purba Dam
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Şarkı sözleri
ওরে, কী শুনেছিস ঘুমের ঘোরে
ওরে, কী শুনেছিস
তোর নয়ন এল জলে ভরে
ওরে, কী শুনেছিস
এত দিনে তোমায় বুঝি
আঁধার ঘরে পেল খুঁজি
এত দিনে তোমায় বুঝি
আঁধার ঘরে পেল খুঁজি
পথের বঁধু
পথের বঁধু দুয়ার ভেঙে
পথের পথিক করবে তোরে
ওরে, কী শুনেছিস ঘুমের ঘোরে
ওরে, কী শুনেছিস
তোর দুখের শিখায় জ্বাল রে প্রদীপ জ্বাল রে
তোর সকল দিয়ে ভরিস পূজার থাল রে
সকল দিয়ে ভরিস পূজার থাল রে
যেন জীবন মরণ একটি ধারায়
তার চরণে আপনা হারায়
সেই পরশে
সেই পরশে মোহের বাঁধন
রূপ যেন পায় প্রেমের ডোরে
ওরে, কী শুনেছিস ঘুমের ঘোরে
ওরে, কী শুনেছিস
তোর নয়ন এল জলে ভরে
ওরে, কী শুনেছিস
Written by: Rabindranath Tagore