Krediler
PERFORMING ARTISTS
Ashoketaru Banerjee
Lead Vocals
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Şarkı sözleri
এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো
আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন-স্বর্গ
এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো
আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন-স্বর্গ
ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, খুলল দুয়ার মন্দিরে যে
ওই উঠেছে শঙ্খ বেজে, খুলল দুয়ার মন্দিরে যে
লগ্ন বয়ে যায় পাছে, ভাই, কোথায় পূজার অর্ঘ্য?
এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো
আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন-স্বর্গ
এখন যার যা কিছু আছে ঘরে সাজা পূজার থালার 'পরে
আত্মদানের উৎসধারায় মঙ্গলঘট ভর গো
এখন যার যা কিছু আছে ঘরে সাজা পূজার থালার 'পরে
আত্মদানের উৎসধারায় মঙ্গলঘট ভর গো
আজ নিতেও হবে, আজ দিতেও হবে
দেরি কেন করিস তবে?
নিতেও হবে, আজ দিতেও হবে
দেরি কেন করিস তবে?
বাঁচতে যদি হয় বেঁচে নে
মরতে হয় তো মর গো
এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো
আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন-স্বর্গ
এখন আর দেরি নয়, ধর গো তোরা, হাতে হাতে ধর গো
আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন-স্বর্গ
Written by: Rabindranath Tagore