Müzik Videosu
Müzik Videosu
Krediler
PERFORMING ARTISTS
Lopamudra Mitra
Performer
COMPOSITION & LYRICS
Rabindranath Tagore
Songwriter
Şarkı sözleri
আমার মন কেমন করে
আমার মন কেমন করে
কে জানে, কে জানে
কে জানে কাহার তরে
মন কেমন করে
অলখ পথের পাখি গেল ডাকি
গেল ডাকি সুদূর দিগন্তরে
আমার মন কেমন করে
ভাবনাকে মোর ধাওয়ায়
সাগরপারের হাওয়ায় হাওয়ায় হাওয়ায়
স্বপনবলাকা মেলেছে পাখা
আমায় বেঁধেছে কে সোনার পিঞ্জরে ঘরে
আমার মন কেমন করে
Written by: Rabindranath Tagore


