album cover
Nirbashon
675
Rock
Nirbashon adlı parça albümünün bir parçası olarak Nemesis Music tarafından 23 Kasım 2011 tarihinde yayınlandıTritio Jatra
album cover
Çıkış Tarihi23 Kasım 2011
FirmaNemesis Music
Melodiklik
Akustiklik
Valence
Dans Edilebilirlik
Enerji
BPM75

Krediler

PERFORMING ARTISTS
Nemesis
Nemesis
Performer
COMPOSITION & LYRICS
Zohad Reza Chowdhury
Zohad Reza Chowdhury
Songwriter
Rayeen Rasul Chowdhury
Rayeen Rasul Chowdhury
Songwriter

Şarkı sözleri

এত দিনের পরেও যে
তুমি আসবে কখন কোথায়
কার সাথে ও কিভাবে
তোমার জায়গা নেই এখানে
তবুও দেখবো তোমার রঙে
এ জায়গা ভেসে উঠেছে
তোমার জন্যে সবাই সুখে
অযথা ক্ষোভ রাখা
পরে থাকা মনেরই মাঝে
আসবে আর কবে বাস্তবতা
সহসা ভোর ওঠা
মোহ কাটা মহাত্মার সাজে
রবে আবির্ভাবে, এ অস্থিরতাই
তুমি আসবে বলে তাই
প্রতিক্ষণে আছে সবাই মুখরিত তোমারই গানে
আমি শুধু শুনে যাই
অবিরাম এই রঙ্গিন তুলোর মেঘের বৃষ্টি
ছুঁয়ে থাকে
তোমার সনে, কত জনে
অযথা ক্ষোভ রাখা
পরে থাকা মনেরই মাঝে
আসবে আর কবে বাস্তবতা
সহসা ভোর ওঠা
মোহ কাটা মহাত্মার সাজে
রবে আবির্ভাবে এ অস্থিরতাই
মনের গভীরে আমি
ভেঙ্গে চলেছি সবই
নতুন সুরে ভাবি
আশা সব, দূরে সরে যায়
হতাশা, আমায় খুঁজে পায়
অসহায় কল্পনায় কোথায় তুমি
তোমারই প্রর্থনায়
রয়েছি অযথাই
অপেক্ষার প্রহরে
ছেঁড়া স্বপ্ন বুনে যাই
অসম্ভবের রেখাপথে
সাদা গানের নতুন সুর
হাত বাড়ানো তোমার দিকে আজ
সহসা ভোর ওঠা
মোহ কাটা মহাত্মার সাজে
রবে আবির্ভাবে বাস্তবতা
অযথা ক্ষোভ রাখা
পরে থাকা মনেরই মাঝে
আসবে আর কবে অস্থিরতা
এত দিনের পরেও যে...
অস্থিরতা
এতো দিনের পরেও যে...
এতো দিনের পরেও যে...
এতো দিনের পরেও যে...
এতো দিনের পরেও যে...
এতো দিনের পরেও যে...
Written by: Rayeen Rasul Chowdhury, Zohad Reza Chowdhury
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...