Krediler
PERFORMING ARTISTS
Protic Hasan
Performer
COMPOSITION & LYRICS
Protic Hasan
Lyrics
Şarkı sözleri
এই যে বিয়াইনসাব
(এই যে বিয়াইনসাব)
(এই যে বিয়াইনসাব)
(এই যে বিয়াইনসাব)
(এই যে বিয়াইনসাব)
আরে, এই যে বিয়াইনসাব
(বিয়াইনসাব, বিয়াইনসাব, বিয়াইনসাব, বিয়াইনসাব)
এই যে বিয়াইনসাব, ভাব নিয়েন না
এতগুলা বিয়াই যেন দেইখাও দেখেন না
আরে এই যে বিয়াইনসাব, mind খাইয়েন না
কালা চশমা পড়লে কিন্তু বেইল পাবেন না
একে তো রূপের আগুন
তাও আবার ফাঁপর দ্বিগুণ!
মনের দয়া মায়া সব কি আপনার venti bag-এ রাখছেন?
আপনে দেখতে ঝাক্কাস!
শুনছি নাচেন ভালো
তবে আজকের দিনে dance floor কেন থাকবে খালি?
বিয়াইনসাব, আপনার জন্য ঢাকা থাইকা DJ আনছি
প্রাণ খুইলা নাচেন আপনি, heavy beat-এ গান ছাড়ছি
বিয়াইনসাব, আপনার জন্য ঢাকা থাইকা DJ আনছি
প্রাণ খুইলা নাচেন আপনি, heavy beat-এ গান ছাড়ছি
আমরা digital পোলা, যার কোটি টাকা তোলা
তা কে না জানে? (কে না জানে?)
মন যদি রাখেন খোলা, দেবো হালকা প্রেমের দোলা
খবর যাবে কানে কানে (কানে কানে, কানে কানে)
কোটি টাকা দিয়ে এই মন পাইবেন না
মন নিতে গাইতে হবে প্রেমের গান
দূর থেকে চোখ মারলে লাভ হবে না
অন্তরে থাকতে হবে ভালোবাসার টান
আরে আপনার কুত্তুু-কত্তু, প্রেমের গুল্লি মারেন
আজকের দিনে soft গানগুলা ফালান দিয়া ঝাক্কি
শুনছি বাসায় নাকি, নাচের practice করেন?
তবে আজকের দিনে লজ্জা পাইলে লাভ হবে নাকি?
তাই তো আজ আপনার জন্য ঢাকা থাইকা DJ আনছি
প্রাণ খুইলা নাচেন আপনি, heavy beat-এ গান ছাড়ছি
বিয়াইনসাব, আপনার জন্য ঢাকা থাইকা DJ আনছি
প্রাণ খুইলা নাচেন আপনি, heavy beat-এ গান ছাড়-
কারেন্ট গেছে তো কী হইসে বিয়াইনসাব
আরও একটা surprise বাকি আছে!
বিয়াইনসাব, আপনার জন্য ঢাকা থাইকা band-ও আনছি
প্রাণ খুইলা নাচেন এখন, ঢোলের beat-এ গান ছাড়ছি
বিয়াইনসাব আপনার জন্য ঢাকা থাইকা band-ও আনছি
প্রাণ খুইলা নাচেন এখন, ঢোলের beat-এ গান ছাড়ছি
আরে band দল, জোরছে বাজা! (হেইয়া)
Written by: Pritom Hasan

