album cover
Baba
22.399
Hip-Hop/Rap
Baba adlı parça albümünün bir parçası olarak Gr Tanmoy tarafından 9 Kasım 2019 tarihinde yayınlandıBaba - Single
album cover
Çıkış Tarihi9 Kasım 2019
FirmaGr Tanmoy
Melodiklik
Akustiklik
Valence
Dans Edilebilirlik
Enerji
BPM90

Krediler

PERFORMING ARTISTS
Gr Tanmoy
Gr Tanmoy
Performer
MHB
MHB
Performer
COMPOSITION & LYRICS
Gr Tanmoy
Gr Tanmoy
Songwriter

Şarkı sözleri

বাবা
ছিলাম তখন ভালো যখন হইলো আমার জন্ম
মাথায় বুদ্ধি ছিল কম, আর মস্তিষ্কটা বন্ধ
আস্তে আস্তে হইলাম বড়, বাবা চিনায় দিলো জগত
আমি কষ্ট পাইলে বাবার মাথায় চিন্তা হইতো নগদ
বাবার দেওয়া শিক্ষাগুলা আজও আমার চোখে ভাসে
"বাবা" বইলা ডাকটা আজও আমার এই কানেতে বাজে
আজ কেউ করে না শাসন, আর নাই তো মনে ভয়
বাবা চইলা গেছে, আমার এইডা কেমনে প্রাণে সয়?
ছেলের মাথা রাইখা বুকে রাত-দিন "বাবা" বইলা ডাকতো
সারাজীবন তার বুকে পরিবারটাও আগলায় রাখতো
আব্বা কষ্টের মাঝেও করতো ভালো থাকার অভিনয়
আর কেউ না দেখলেও, বাবা, আমি তোমার তন্ময়
বাবা, এইটা তোমার ছেলে, একদিন ছিল তোমার কোলে
আজ তোমার স্মৃতি ভাইবা দুই চোখ ভেজায় শুধু জলে
হাজার ভিড়েও শূন্যতা, আর ডাকতে পারি না "বাবা"
আল্লাহর কাছে দোয়া করি তুমি বেহেস্তটাই পাবা
অচিন দেশে গেছে বাবা, আমার আর আসবো না ফিরা
আর কেউ দেখবো না স্বপ্ন এখন এই আমারে ঘিরা
বাবার স্বপ্ন হয় নাই পূরণ, কষ্ট নিয়াই চইলা গেছে
আত্মা ছাড়া দেহ সামনে, আমার বাবা অচিন দেশে
রক্তের টানে আমার চোখে আর থামতে চায় না পানি
আল্লায় নিয়া গেছে, কোনোদিনও ফিরবো না জানি
মাথায় আকাশ ভাইঙ্গা পড়লো, আমি হইলাম আত্মহারা
বাবা নাই জগতে তুমি, কেমনে বাঁচমু তোমারে ছাড়া?
চোখের শুকায় গেছে পানি, কিন্ত মনডাও যে অবাধ্য
আল্লাহর দেওয়া নিয়ম-কানুন আমি মানতে হচ্ছি বাধ্য
তবু বিশ্বাস হয় না আমার, স্মৃতি ঘুরে আমার পিছে
হাজার মানুষের সান্ত্বনা, আমি খুইজা পাই না কী যে
ছোটবেলায় আঙ্গুল ধইরা যে শিখাইছিলো হাঁটা
এখন আত্মা ছাড়া দেহ, কাফন পইরা আছে সাদা
সাদা কাফনে পেঁচানো বাবা, শেষবারের সেই দেখা
লাশটা দুই হাতে নামাইয়া কবর পারেই হইলাম একা
তোমার অবাধ্য এই ছেলে শুইনা চলবো তোমার কথা
তুমি চইলা গেলা ঠিকই, আমায় রাইখা কেন অযথা?
আমার জগৎ হইছে কষ্টের, মাথার উপরে নাইকা হাত
তুমি ছাড়া কত কষ্টের জীবন ভাইবা কাটে রাত
বাবা, কানে ধরছি আমি, তোমার সাথে নিয়া চলো
আমায় রাইখা গেলা কেন? একবার এই কথাটা বলো
আজ কতগুলা দিন "বাবা" বইলা হয় না ডাকা
কী দরকার ছিল আমারে তোমার থেইকা দূরে রাখা?
আমার আত্মবিশাস তুমি, বাবা, তুমিই তো নাই
এখন জীবন চলার পথে প্রতিদিনই হোঁচট খাই
তুমি অনেক দূরে ভাইবা চোখে পানি আসতে লুকাই
মায়ের মুখে হাসিটাতেই আমি নিজেরই তো বুঝাই
আর বাবা কী জিনিস বাবা না থাকলে যায় বুঝা
তখন ভুল শুধরানোর জন্য বাবারে এইদিক-ওইদিক খোঁজা
এখন কেউ বলে না "সোনামানিক, আমার বুকে আয় তো"
আমারে বলবোই বা কেরা? আমারে বলার মানুষ নাই তো
বাবা
Written by: G R Tanmoy
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...