Şarkı sözleri

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়ারতরী এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে চুকিয়ে দেব বেচা-কেনা মিটিয়ে দেব গো মিটিয়ে দেব লেনা-দেনা বন্ধ হবে আনাগোনা এই হাটে তখন আমায় নাইবা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাই বা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে কাটবে দিন কাটবে কাটবে গো দিন আজও যেমন দিন কাটে আহা, এমনি করেই বাজবে বাঁশি এই নাটে ঘাটে ঘাটে খেয়ার তরী এমনি এমনি সে দিন উঠবে ভরি চরবে গোরু, খেলবে রাখাল ঐ মাঠে তখন আমায় নাই বা মনে রাখলে তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়ারতরী এই ঘাটে গো যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out