Krediler
PERFORMING ARTISTS
Shireen
Performer
Zahed Parvej Pabel
Performer
COMPOSITION & LYRICS
Avraal Sahir
Songwriter
Şarkı sözleri
শিখাইলা পিরিতি তুমি, বুঝাইলা প্রেমের ঢং
চাইনি পেতে এই আমি কষ্টের আছে যত রং
তবে কেন দিলে জ্বালা?
তবে কেন দিলে জ্বালা?
কাটিবে না পিরিতির নেশা –
কাটিবে না পিরিতির নেশা, এ কেমন পিপাসা?
ও, এ কেমন পিপাসা?
দুঃখ যদি হইতো তোমার বুঝতা তার মানে
শুকতারা নিইভ্যা গেসে, হায়, মনের আসমানে
দুঃখ যদি হইতো তোমার বুঝতা তার মানে
শুকতারা নিইভ্যা গেসে, হায়, মনের আসমানে
তবে কেন দিলে জ্বালা?
তবে কেন দিলে জ্বালা?
কাটিবে না পিরিতির নেশা –
কাটিবে না পিরিতির নেশা, এ কেমন পিপাসা?
ও, এ কেমন পিপাসা?
মনের মানুষ বুঝে না রে মনের ব্যথা
কষ্ট আমার কাটা ঘায়ে, পারি না সইতে ব্যথা
মনের মানুষ বুঝে না রে মনের ব্যথা
কষ্ট আমার কাটা ঘায়ে, পারি না সইতে ব্যথা
তবে কেন দিলে জ্বালা?
তবে কেন দিলে জ্বালা?
কাটিবে না পিরিতির নেশা –
কাটিবে না পিরিতির নেশা, এ কেমন পিপাসা?
ও, এ কেমন পিপাসা?
Written by: Avraal Sahir