album cover
Shondhya
34
World
Shondhya adlı parça albümünün bir parçası olarak The Platform Live tarafından 7 Mayıs 2022 tarihinde yayınlandıThe Platform Live: Kaaktaal (Season 1, Vol. 1) - EP
album cover
Çıkış Tarihi7 Mayıs 2022
FirmaThe Platform Live
Melodiklik
Akustiklik
Valence
Dans Edilebilirlik
Enerji
BPM78

Krediler

PERFORMING ARTISTS
The Platform Live
The Platform Live
Performer
Kaaktaal
Kaaktaal
Performer
COMPOSITION & LYRICS
Asif Iqbal
Asif Iqbal
Songwriter
PRODUCTION & ENGINEERING
Nadeem A. Salam
Nadeem A. Salam
Producer

Şarkı sözleri

One, Two, Three, Four
লাল নীল বাতি জ্বলে, বাঁকা চাঁদ দূরে ঠেলে
সন্ধ্যামালতি যারা এখনো ঘুমন্ত
দিনরাত মিলেমিশে তারাদের মালা গেঁথে
ফুটপাথ দেয়ালেরা স্তব্ধ অশান্ত
নিয়নের আলোতে Headlight-এর চাঁদ হাসে
শত বিভ্রান্তির জ্বরে বল তুমিও কি তবে যান্ত্রিক অভিনয়ে ক্লান্ত
অবসাদ চায়ের কাপ এক চুমুকেই উড়ে যাক
এক দীর্ঘদিনের শেষে নতুন রাতের স্বাদ হতে হবে কেন চোখ বন্ধ
চোখ মেলে চেয়ে দেখো আয়নাতে
ধ্রুবতারা জ্বলছে আজ তোমার চোখে
অভিমান ভেঙ্গে হাসিমুখে হাত বাড়াও
এই সন্ধ্যা বুকে টানলে তোমায় ভালোবেসে
চোখ মেলে চেয়ে দেখো আয়নাতে
ধ্রুবতারা জ্বলছে আজ তোমার চোখে
অভিমান ভেঙ্গে হাসিমুখে হাত বাড়াও
এই সন্ধ্যা বুকে টানলে তোমায় ভালোবেসে
এই সন্ধ্যা কড়া নাড়ছে দেখো বন্ধ মনের দরজায়
সব তারাদের ডেকে এনে আলো জ্বেলেছে
তোমার জানালায়
নিঃশ্বাস বারে বারে অলিগলি ঘুরেফিরে
বেদনা মধুর কোনো রিকশাওয়ালার গানে
ডুবে ভেসে হেসে কেঁদে লুকোচুরি কোলাহলে
চায়ের দোকানে বসে মগ্ন
দিনটাকে সব মেনে সন্ধ্যাকে ভুল বুঝে
ব্যস্ত পায়ের তালে ঘরে ফিরে যাবে বলে
বাসস্টপে রাস্তায় শত অস্থিরতায়
ঝাপসা আবছা কিছু স্বপ্ন
নিঃশ্বাস বারে বারে অলিগলি ঘুরেফিরে
বেদনা মধুর কোনো রিকশাওয়ালার গানে
ডুবে ভেসে হেসে কেঁদে লুকোচুরি কোলাহলে
চায়ের দোকানে বসে মগ্ন
দিনটাকে সব মেনে সন্ধ্যাকে ভুল বুঝে
ব্যস্ত পায়ের তালে ঘরে ফিরে যাবে বলে
বাসস্টপে রাস্তায় শত অস্থিরতায়
ঝাপসা আবছা কিছু স্বপ্ন
নিয়নের আলোতে হেডলাইটের চাঁদ হাসে
শত বিভ্রান্তির জ্বরে বল তুমিও কী তবে যান্ত্রিক অভিনয়ে ক্লান্ত
অবসাদ চায়ের কাপ এক চুমুকেই উড়ে যাক
এক দীর্ঘদিনের শেষে নতুন রাতের স্বাদ হতে হবে কেন চোখ বন্ধ
এই জনারণ্যে কেন আসবে না
কামিনী ফুলের সুগন্ধ
এত সাজ সাজ রব কত মরিচবাতি
শুধু যে তোমারই জন্য
এই জনারণ্যে কেন আসবে না
কামিনী ফুলের সুগন্ধ
এত সাজ সাজ রব কত মরিচবাতি
শুধু যে তোমারই জন্য
চোখ মেলে চেয়ে দেখো আয়নাতে
ধ্রুবতারা জ্বলছে আজ তোমার চোখে
অভিমান ভুলে হাসিমুখে হাত বাড়াও
এই সন্ধ্যা বুকে টানলে তোমায় ভালোবেসে
চোখ মেলে চেয়ে দেখো আয়নাতে
ধ্রুবতারা জ্বলছে আজ তোমার চোখে
অভিমান ভুলে হাসিমুখে হাত বাড়াও
এই সন্ধ্যা বুকে টানলে তোমায় ভালোবেসে
লাল নীলে বাতিজ্বলে বাঁকা চাঁদ দূরে ঠেলে
সন্ধ্যামালতী তুমি এখনো ঘুমন্ত
Written by: Asif Iqbal
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...