Krediler

PERFORMING ARTISTS
Dhiren Bose
Dhiren Bose
Performer
COMPOSITION & LYRICS
Kazi Nazrul Islam
Kazi Nazrul Islam
Composer

Şarkı sözleri

আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙা আমার তরি
আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙা আমার তরি
আমি আপনারে লয়ে রে ভাই
এ-পার ও-পার করি
বন্ধু, ভাঙা আমার তরি
আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙা আমার তরি
আমায় দেউলিয়া করেছে রে, ভাই, যে নদীর জল
আমি ডুবে দেখতে এসেছি, ভাই, সেই জলেরই তল
আমি ভাসতে আসি
আসিনি কো রে কামাতে, ভাই, কড়ি
বন্ধু, ভাঙা আমার তরি
আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙা আমার তরি
আমি জলেরই আয়নাতে, ভাই, দেখেছিলাম তায়
এখন আয়না আছে পড়ে রে, ভাই, আয়নার মানুষ নাই
তাই চোখের জলে, নদীর জলে রে
আমি তারেই খুঁজে মরি
বন্ধু, ভাঙা আমার তরি
আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙা আমার তরি
ঐ নদীর জলও শুকায়রে, ভাই, সে জল আসে ফিরে
আর মানুষ গেলে ফিরে না কি দিলে মাথার কিরে
আমি ভালোবেসে গেলাম ভেসে গো
আমি হলাম দেশান্তরি
বন্ধু, ভাঙা আমার তরি
আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙা আমার তরি
আমি আপনারে লয়ে রে, ভাই
এ-পার ও-পার করি
বন্ধু, ভাঙা আমার তরি
আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙা আমার তরি
আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙা আমার তরি
আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙা আমার তরি
Written by: Kazi Nazrul Islam
instagramSharePathic_arrow_out

Loading...