album cover
Rupkotha
16.064
Rock
Rupkotha adlı parça albümünün bir parçası olarak Loyy Records tarafından 12 Ekim 2012 tarihinde yayınlandıShotto
album cover
AlbümShotto
Çıkış Tarihi12 Ekim 2012
FirmaLoyy Records
Melodiklik
Akustiklik
Valence
Dans Edilebilirlik
Enerji
BPM89

Müzik Videosu

Müzik Videosu

Krediler

PERFORMING ARTISTS
Warfaze
Warfaze
Performer
COMPOSITION & LYRICS
Sheikh Monirul Alam
Sheikh Monirul Alam
Composer

Şarkı sözleri

শক্তি দাও বিধাতা, অনন্ত কাল ধরে জ্বলছে হৃদয়
হয়তো কেউ বোঝে না কত সত্য এ প্রণয়
এসেছিলে বাঁচাতে আমায়, গড়ে দিলে নতুন আশায় রূপকথার মতো
ভালোবাসা কত যে সুন্দর, বুঝে তোমারই কাছ থেকে স্বর্গেরই প্রতিরূপ
বলেছিলে খুঁজো না আমায়
আমি যদি কভু হারিয়ে যাই, যেতে দিও আমায়
এলো সেদিন, তুমি হারিয়ে গেলে
মনে এলো, বলেছিলে তুমি হারিয়ে যাবে যে
শক্তি দাও বিধাতা, অনন্ত কাল ধরে জ্বলছে হৃদয়
কষ্ট আর বুঝি না, স্বপ্নটা বাঁচিয়ে রেখেছে
ব্যর্থ আমি হবো না, তুমি যে আমার সত্তাসঙ্গিনী
শান্তিগুলো সব আমার, তোমার হৃদয় মাঝে
মোরা কেঁদেছি একই দুঃখে, হেসেছি একই সুখে
কখনো ভাবিনি তুমি চলে যাবে
এভাবে রেখে আমায় একাকী
আজও খুঁজে ফিরি নগরে-পল্লীতে
খুঁজে তোমায় পেতেই হবে
অস্তিত্ব তুমি আমার
যদি কেউ শোনো এ গান আমার
যদি কেউ খুঁজে পাও ওকে, শুনিও এই গান
আমি খুঁজেছি তোমায় আজও পাহাড়ের চূড়াতে
সাগরের নীল অতলে, তবু কেন তোমায় খুঁজে পাই না
পাই না
রূপকথার সব সমাপ্তি হয়
হয় না তো সুখের বাসরে
দুঃখ আমারই
Written by: Sheikh Monirul Alam
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...