Müzik Videosu
Müzik Videosu
Krediler
PERFORMING ARTISTS
Diptanshu Roy
Performer
COMPOSITION & LYRICS
Diptanshu Roy
Songwriter
Biswarup Howlader
Songwriter
Şarkı sözleri
সারি সারি ঘর, জং ধরে ক্ষয়
শহরের এক কোনায়
সেখানে রোদ আসেনি বহুদিন
রোজ সে ঠিকানা হারায়
গাছেদের ঋণ, মেঘেদের গান
ঝাপসা ছবি জালনায়
ডাক বাক্সের, শেষ চিঠিতে
কিছুটা তোমাকে জানালাম
দিক ভুল হয় যাদের, ফিরতে পারে না (আর) ঘরে
এই পৃথিবীর চৌকাঠে, বলো (তুমি) কি হারালে?
দিকভু ল হয় যাদের, ফিরতে পারে না (আর) ঘরে
এই পৃথিবীর চৌকাঠে, বলো (তুমি) কি হারালে?
সময়ের দাগ, প্রাচীন আঘাত
কত ঝড় বয়ে গেছে
অনন্তকাল, ইটের দেওয়াল
নীরবে সে সয়ে গেছে
ধূসর আকাশ, সন্ধ্যাতারা
ব্যর্থ জীবন স্রোতে
পথিকের ঘর, এই চরাচর
ক্রমশ তলিয়ে গেছে
দিক ভুল হয় যাদের, ফিরতে পারে না (আর) ঘরে
এই পৃথিবীর চৌকাঠে, বলো (তুমি) কি হারালে?
দিকভু ল হয় যাদের, ফিরতে পারে না (আর) ঘরে
এই পৃথিবীর চৌকাঠে, বলো (তুমি) কি হারালে?
Written by: Biswarup Howlader, Diptanshu Roy