Krediler

COMPOSITION & LYRICS
Arthik Sazib
Arthik Sazib
Songwriter
Billal Hossain Parvez
Billal Hossain Parvez
Songwriter

Şarkı sözleri

বিয়ে বাড়ীর মেয়েগুলো ঝাক্কাস লাগেরে
আগে গেলে বাঘে খাবে সুন্দরী তোমারে
ফুলের পিছে কালো ভ্রমর ঘুর ঘুর করে রে
চাঁদ মুখটা ঢাইকা রাখি নজর না লাগে
ভাব নিওনা মেয়ে আমি রোমান্টিক পোলা
প্রেম করলে বুঝবে আমি আগুনের গোলা
যতই করো বাহানা
যতই করো না না না
বিয়ের ফুল ফুটলে
বাজবে বিয়ের বাজনা
করবো আরও বাহানা
করবো আরও না না না
বিয়ের ফুল ফোঁটা
এত সহজ না
মেয়ে একটু হাসি দাও
এই মনটা কেড়ে নাও
বাহানা ছেড়ে তুমি
আমার ঘরণী হও
আরে যারে যা বোকা
প্রেম নয়তো এতো সোজা
এই মনটা পেতে হলে
কেটে যাবে জামানা
যতই করো বাহানা
যতই করো না না না
বিয়ের ফুল ফুটলে
বাজবে বিয়ের বাজনা
করবো আরও বাহানা
করবো আরও না না না
বিয়ের ফুল ফোঁটা
এত সহজ না
Written by: Arthik Sazib, Billal Hossain Parvez
instagramSharePathic_arrow_out

Loading...