album cover
Mone
2.436
Soundtrack
Mone adlı parça albümünün bir parçası olarak Sony Music Entertainment India Pvt. Ltd. tarafından 5 Eylül 2003 tarihinde yayınlandıJuju
album cover
AlbümJuju
Çıkış Tarihi5 Eylül 2003
FirmaSony Music Entertainment India Pvt. Ltd.
Melodiklik
Akustiklik
Valence
Dans Edilebilirlik
Enerji
BPM80

Müzik Videosu

Müzik Videosu

Krediler

PERFORMING ARTISTS
Chandrabindoo
Chandrabindoo
Performer
COMPOSITION & LYRICS
Anindo
Anindo
Composer

Şarkı sözleri

মন, হাওয়ায় পেয়েছি তোর নাম
মন, হাওয়ায় হারিয়ে ফেললাম
মন, হাওয়ায় পেয়েছি তোর নাম
মন, হাওয়ায় হারিয়ে ফেললাম
হাওয়া দিলো শিরশিরানি ডাক
হাওয়া দিলো ডানা
হাওয়া দিলো ছেঁড়া স্যান্ডেল
ভুল ঠিকানা
হাওয়া দিলো শিরশিরানি ডাক
হাওয়া দিলো ডানা
হাওয়া দিলো ছেঁড়া স্যান্ডেল
ভুল ঠিকানা
মন রে (মন রে)
হলুদ আলোয় হাওয়ার আবীর মাখলাম
মন, আলেয়া পোড়ালো খালি হাত
মন, জাগে না জাগে না সারারাত
মন, আলেয়া পোড়ালো খালি হাত
মন, জাগে না জাগে না সারারাত
জেগে থাকে ঘুম পাহাড়ের মন কেমন আলো
দূর দেশে ফিকে হওয়া রাত ডাক পাঠালো
জেগে থাকে ঘুম পাহাড়ের মন কেমন আলো
দূর দেশে ফিকে হওয়া রাত ডাক পাঠালো
মন রে (মন রে)
ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম
আদরের দাগ যদি মোছে
এই নাও কিছু ঘুমপাড়ানি গান আলগোছে
বোঝোনা এটুকু শিলালিপি
মন রে
ব্যথার আদরে অবুঝ আঙুল রাখলাম
মন, বুকের ভিতরে যে নরম
মন, ছুঁয়ো না ছুঁয়ো এরকম
মন, বুকের ভিতরে যে নরম
মন, ছুঁয়ো না ছুঁয়ো এরকম
ছুঁয়ে দিলে বুক কুরে কুরে খায় সোনাপোঁকা
বেপাড়ায় কাঁদবে না এমা ছিঃ ছিঃ বোকা
ছুঁয়ে দিলে বুক কুরে কুরে খায় সোনা পোঁকা
বেপাড়ায় কাঁদবে না এমা ছিঃ ছিঃ বোকা
মন রে
না হয় পকেটে খুচরো পাথর রাখলাম
Written by: Anindo
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...