album cover
Juari
1.131
New Wave
Juari adlı parça albümünün bir parçası olarak Sangeeta Complex tarafından 1 Ocak 2009 tarihinde yayınlandıPagla Haoa
album cover
Çıkış Tarihi1 Ocak 2009
FirmaSangeeta Complex
Melodiklik
Akustiklik
Valence
Dans Edilebilirlik
Enerji
BPM106

Krediler

PERFORMING ARTISTS
James
James
Performer
COMPOSITION & LYRICS
Shawkat
Shawkat
Songwriter

Şarkı sözleri

আমি তোমার প্রেম জুয়াতে হলাম জুয়াড়ি
হলাম ফেরারি
তুমি তখন অন্য সুখে হাত বাড়ালে, নারী
ও-ও, দিন বদলের এই দুনিয়ায়
নদীর স্বভাবে নদী যায় বয়ে যায়
হাত বদলের এই প্রেমের খেলায়
আমার স্বভাবে আমি চাই যে তোমায়
নাইরে নাইরে সাহেব, নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
নাইরে নাইরে সাহেব, নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
এখন আমার স্বপ্নগুলো বন্দী সারাদিন
ও, ভালোবাসায় ঘুন ধরেছে
মন যে বড় উদাসীন
ও-ও, দিন বদলের এই দুনিয়ায়
নদীর স্বভাবে নদী যায় বয়ে যায়
হাত বদলের এই প্রেমের খেলায়
আমার স্বভাবে আমি চাই যে তোমায়
নাইরে নাইরে সাহেব, নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
নাইরে নাইরে সাহেব, নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
আমি তোমার প্রেম জুয়াতে হলাম জুয়াড়ি
হলাম ফেরারি
তুমি তখন অন্য সুখে হাত বাড়ালে, নারী
দিন বদলের এই দুনিয়ায়
নদীর স্বভাবে নদী যায় বয়ে যায়
হাত বদলের এই প্রেমের খেলায়
আমার স্বভাবে আমি চাই যে তোমায়
নাইরে নাইরে সাহেব, নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
নাইরে নাইরে সাহেব, নাইরে গোলাম
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
নাইরে, নাইরে
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
নাইরে, নাইরে
তোমার প্রেম জুয়াতে সব হারালাম
Written by: Shawkat
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...