Şarkı sözleri

এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়াইয়াছেন সাঁই এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়াইয়াছেন সাঁই এই যে দুনিয়া ছায়াবাজী পুতুল-রূপে বানাইয়া মানুষ যেমনে নাচাও তেমনেই নাচি পুতুলের কী দোষ? ছায়াবাজী পুতুল-রূপে বানাইয়া মানুষ যেমনে নাচাও তেমনেই নাচি পুতুলের কী দোষ? যেমনে নাচাও তেমনি নাচি যেমনে নাচাও তেমনে নাচি তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ, তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়াইয়াছেন সাঁই এই যে দুনিয়া তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওঝা হইয়া ঝাড়ো তুমি বাঁচাও, তুমি মারো তুমি বাঁচাও, তুমি মারো তুমি বিনে কেহ নাই আল্লাহ, তুমি বিনে কেহ নাই এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়াইয়াছেন সাঁই এই যে দুনিয়া তুমি বেহেস্ত, তুমি দোজখ তুমি ভালো-মন্দ তুমি ফুল, তুমি ফল তুমি তাতে গন্ধ তুমি বেহেস্ত, তুমি দোজখ তুমি ভালো-মন্দ তুমি ফুল, তুমি ফল তুমি তাতে গন্ধ আমার মনে এই আনন্দ আমার মনে এই আনন্দ কেবল, আল্লাহ, তোমায় চাই আমি কেবল, আল্লাহ, তোমায় চাই এই যে দুনিয়া কিসের লাগিয়া কত যত্নে গড়াইয়াছেন সাঁই এই যে দুনিয়া এই যে দুনিয়া এই যে দুনিয়া
Writer(s): Sabina Yasmin, Traditional Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out