Credits

PERFORMING ARTISTS
Arijit Singh
Arijit Singh
Performer
Jeet Gannguli
Jeet Gannguli
Performer
Prasen
Prasen
Performer
Dev
Dev
Actor
Koel Mallick
Koel Mallick
Actor
Rangbaaz (Original Motion Picture Soundtrack)
Rangbaaz (Original Motion Picture Soundtrack)
Acoustic Guitar
COMPOSITION & LYRICS
Jeet Gannguli
Jeet Gannguli
Composer
Prasen
Prasen
Songwriter
PRODUCTION & ENGINEERING
Surinder Films Pvt. Ltd.
Surinder Films Pvt. Ltd.
Producer

Lyrics

কি করে তোকে বলবো
তুই কে আমার
আয় না সাথে চলব
সব পারাপার
মনেরই আশকারাতে
তোর কাছে এলাম
হারিয়ে গেলাম
কি করে তোকে বলবো
তুই কে আমার
আয় না সাথে চলব
সব পারাপার
মনেরই আশকারাতে
তোর কাছে এলাম
হারিয়ে গেলাম
কি করে তোকে বলবো
তুই কে আমার
মনেরই একূল-ওকূল
দিয়েছে প্রেমের মাশুল
চাউনিরা দিশেহারা
তোর কাছে চায় ইশারা
আজ বারে বার
কি করে তোকে বলবো
তুই কে আমার
আয় না সাথে চলব
সব পারাপার
ভিড়েতে দাঁড়াই একা
তোর যদি না পাই দেখা
হারানো পথের মতো
খুঁজে মরি তোকে কত
হাজারো বার
কি করে তোকে বলবো
তুই কে আমার
আয় না সাথে চলব
সব পারাপার
মনেরই আশকারাতে তোর কাছে এলাম
হারিয়ে গেলাম
কি করে তোকে বলবো
তুই কে আমার
Written by: Jeet Gannguli, Prasen
instagramSharePathic_arrow_out

Loading...