Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Ayub Bacchu
Performer
COMPOSITION & LYRICS
Prince Mahmood
Songwriter
Lyrics
মেয়েটি ১৬ কিংবা ১৭
ছেলেটি ১৯ নয়তো কুড়ি
এই হাসি, এই চোখে জল নিয়ে
আবেগে শুধু ভালোবাসাবাসি
দুই হৃদয় আবগের স্বপ্ন আঁকা
হাত কেটে রক্তে চিঠি লেখা
কে বেশি ভালোবাসে তাই নিয়ে
কখনোবা একটু বাড়াবাড়ি
হৃদয়ঘটিত স্বপ্নপথের পথচারী
ভালোবাসায় মগ্ন কিশোর আর কিশোরী
হৃদয়ঘটিত স্বপ্নপথের পথচারী
ভালোবাসায় মগ্ন কিশোর আর কিশোরী
বাবা-মা'র কঠোর শাসন
সে প্রেমের কাছে হার মেনেছে
যতই বাধা আসুক
তারা ভাঙবে তা, ভেবে নিয়েছে
যদি যায় জীবন, করে নেবে আপন
এই কথা পণ করেছে
ভালোবাসা ছাড়া বেঁচে থাকা বৃথা
নিবিড় বাঁধনের কাছে
হৃদয়ঘটিত স্বপ্ন পথের পথচারী
ভালোবাসায় মগ্ন কিশোর আর কিশোরী
হৃদয়ঘটিত স্বপ্ন পথের পথচারী
ভালোবাসায় মগ্ন কিশোর আর কিশোরী
মেয়েটি ১৬ কিংবা ১৭
ছেলেটি ১৯ নয়তো কুড়ি
এই হাসি, এই চোখে জল নিয়ে
আবেগে শুধু ভালোবাসাবাসি
দুই হৃদয় আবগের স্বপ্ন আঁকা
হাত কেটে রক্তে চিঠি লেখা
কে বেশি ভালোবাসে তাই নিয়ে
কখনোবা একটু বাড়াবাড়ি
হৃদয়ঘটিত স্বপ্নপথের পথচারী
ভালোবাসায় মগ্ন কিশোর আর কিশোরী
হৃদয়ঘটিত স্বপ্নপথের পথচারী
ভালোবাসায় মগ্ন কিশোর আর কিশোরী
Written by: Prince Mahmood