Music Video

Bishakto Manush
Watch {trackName} music video by {artistName}

Credits

PERFORMING ARTISTS
Rupam Islam
Rupam Islam
Acoustic Guitar
Fossils
Fossils
Performer
COMPOSITION & LYRICS
Rupam Islam
Rupam Islam
Songwriter
PRODUCTION & ENGINEERING
Asha Audio Company
Asha Audio Company
Producer
Goutam Basu
Goutam Basu
Recording Engineer

Lyrics

সে চেনালো আমাকে এ শহরের অলিগলি সে পাঠালো উপহার একটা চক্রব্যূহ সে চক্রব্যূহে আজও বন্দী হয়ে আছি সে চোরাবালি আজও গ্রাস করছে আমাকে ভালবাসি তাকে তার নিষিদ্ধ অসুখের একরোখা ভাইরাসে মরে যাবার আশায় আমি ভালবাসি যাকে সে বিষাক্ত মানুষ সবুজ তার শিরা ফ্যাকাশে আঙুল নীলাভ তার ঠোঁটে সাপের ছোবল নিলয়ে অলিন্দে খামখেয়ালি প্রবাহ আমি দেখেছি আঁধারে দেখেছি আলোকে যেমন করে দেখে কোনও মুগ্ধ বালকে বীভৎস শরীরে বিষাক্ত ক্ষত অবিশ্বাস ও ঘৃণার প্রতিমা শাশ্বত সে চক্রব্যূহে আজও বন্দী হয়ে আছি সে চোরাবালি আজও গ্রাস করছে আমাকে ভালবাসি তাকে তার নিষিদ্ধ অসুখের একরোখা ভাইরাসে মরে যাবার আশায় সে চক্রব্যূহে আজও বন্দী হয়ে আছি সে চোরাবালি আজও গ্রাস করছে আমাকে ভালবাসি তাকে তার নিষিদ্ধ অসুখের একরোখা ভাইরাসে মরে যাবার আশায় সে চক্রব্যূহে আজও বন্দী হয়ে আছি সে চোরাবালি আজও গ্রাস করছে আমাকে ভালবাসি তাকে তার নিষিদ্ধ অসুখের একরোখা ভাইরাসে মরে যাবার আশায়
Writer(s): Rupam Islam Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out