Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Meghdol
Meghdol
Performer
COMPOSITION & LYRICS
Meghdol Band
Meghdol Band
Composer
Shibu Kumer Shill
Shibu Kumer Shill
Songwriter

Lyrics

শূন্যতায় ভেসে গেছে
শহরের সব পথঘাট
ফিরবে না গতকাল জানি
ফিরবে না আগামীকাল
তবু চাইছি তোমাকে
তুলে নিতে অঞ্জলিতে
রোদের ফোঁটা
শোনো কবি, শোনো কবিতা
ভাঙো দীর্ঘ মূর্ছনা
শোনো কবি, শোনো কবিতা
ভাঙো দীর্ঘ মূর্ছনা
রাখো এইখানে হাতটুকু
তবু চলে যেতে বলো না
শূন্যতায় ঢেকে গেছে
শহরের বাকি ইতিহাস
ফিরবো না তুমি আর আমি
ফিরবো না হয়তো আবার
তবু চাইছি তোমাকে
তুলে নিতে অঞ্জলিতে
রোদের ফোঁটা
শূন্যতার শোকসভা
শূন্যতার যত গান
দিলাম তোমার মুকুটে
আমার যত অভিমান
শূন্যতার শোকসভা
শূন্যতার যত গান
দিলাম তোমার মুকুটে
আমার যত অভিমান
শূন্যতায় ডুবে গেছে
শহরের সব পথঘাট
ফিরবে না গতকাল জানি
ফিরবে না আগামীকাল
তবু চাইছি তোমাকেই
তুলে নিতে অঞ্জলিতে
রোদের ফোঁটা
Written by: Meghdol Band, Shibu Kumer Shill
instagramSharePathic_arrow_out

Loading...