Music Video
Music Video
Credits
PERFORMING ARTISTS
Tanbhir Siddiki
Performer
Tasrif Khan
Performer
COMPOSITION & LYRICS
Tasrif Khan
Composer
PRODUCTION & ENGINEERING
Tanjeeb Khan
Recording Engineer
Lyrics
পরীমনি মদ খায়, বিভিন্ন club-এ যায়
সবকিছু বুঝলাম, মানলাম
তোমাদের লেখাতে, CCTV দেখাতে
যা কিছু অজানা ছিল জানলাম
পরীমনি মদ খায়, বিভিন্ন club-এ যায়
সবকিছু বুঝলাম, মানলাম
তোমাদের লেখাতে, CCTV দেখাতে
যা কিছু অজানা ছিল জানলাম
কিন্তু যা বুঝি নাই, হয়তো বা খুঁজি নাই
কিন্তু যা বুঝি নাই, হয়তো বা খুঁজি নাই
এইসব জানিয়ে কী চাও?
One, two; one, two, three, go
আমাদের দেশটায় কী হবে শেষটায়
টাকা হলে সব পাবে যা চাও?
ভাবছো সহজ তাই ইচ্ছের সীমা নাই
মানুষ মানুষ সেটা ভুলে যাও?
আমাদের দেশটায় কী হবে শেষটায়
টাকা হলে সব পাবে যা চাও?
ভাবছো সহজ তাই ইচ্ছের সীমা নাই
মানুষ মানুষ সেটা ভুলে যাও?
ধরে নেই মদ খাওয়া কিংবা club-এ যাওয়া
সমাজের চোখে বড় অন্যায়
তাই বলে জোর করে যখন ইচ্ছে করে
অপরাধী ভেবে জোর করা যায়?
ধরে নেই মদ খাওয়া কিংবা club-এ যাওয়া
সমাজের চোখে বড় অন্যায়
তাই বলে জোর করে যখন ইচ্ছে করে
অপরাধী ভেবে জোর করা যায়?
আমি খুব বোকা তাই খেলাটাই বুঝি নাই
আমি খুব বোকা তাই খেলাটাই বুঝি নাই
মেয়েটার শাস্তি কি চাইবো?
One, two; one, two, three, go
না কি স্বর উঁচু করে যত পারি জোরে জোরে
নারীদের অধিকারে গাইবো?
অথবা হঠাৎ করে সবকিছু ছেড়েছুড়ে
আজগুবি সমাধান চাইবো?
দেখতে নারীর মতো কিন্তু মানুষও তো
তবে কেন আন্যায় দৃষ্টি?
মানুষ মানুষ হয়ে কেন মানুষের ভয়ে
মরে গিয়ে বদলাবে দৃষ্টি?
না কি স্বর উঁচু করে যত পারি জোরে জোরে
নারীদের অধিকারে গাইবো?
অথবা হঠাৎ করে সবকিছু ছেড়েছুড়ে
আজগুবি সমাধান চাইবো?
দেখতে নারীর মতো কিন্তু মানুষও তো
তবে কেন আন্যায় দৃষ্টি?
মানুষ মানুষ হয়ে কেন মানুষের ভয়ে
মরে গিয়ে বদলাবে দৃষ্টি?
Written by: Tasrif Khan