Music Video

Music Video

Credits

PERFORMING ARTISTS
Topu
Topu
Lead Vocals
COMPOSITION & LYRICS
Topu
Topu
Songwriter

Lyrics

শিরোনামঃ তুমি চলে যাও
গায়কঃ তপু
এলবামঃ সে কে
(তুমি চলে যাও, পৃথিবী একা একা
তুমি চলে যাও, পৃথিবী একা একা)
বন্ধু, আড্ডা, গান চারিদিকে প্রাণ
কত প্রাণ ।
তারি মাঝে বসে হাসি করি, অনুভূতির অপমান ।
বলে ভুলে যাও, ভুলে যাও, ভোলা হল না তাও ।
মুখে বলি ভুলে গেছি, বলি, গল্পটা পালটাও ।
তুমি চলে যাও, একা, বাঁচা কি শেখাও (হওওও...)
পৃথিবীটা কার, তোমার না আমার, বলে দাও ।
নিজের সাথে যুদ্ধ আমার,
আমি শত্রু, আমি হাতিয়ার ।
চাইছ তুমি পারবে না তো করতে উপকার ।
আজকে আমি যুদ্ধে জয়ী,
নিজের স্বপ্ন নিজেই গড়ি ।
তুমি আমার বাঁচতে শেখার, প্রথম হাতে খড়ি ।
তুমি চলে যাও, একা, বাঁচা কি শেখাও (হওওও...)
পৃথিবীটা কার, তোমার না আমার, বলে দাও ।
(তুমি চলে যাও, একা, বাঁচা কি শেখাও (হওওও...)
পৃথিবীটা কার, তোমার না আমার, বলে দাও ।)
তুমি চলে যাও, একা, বাঁচা কি শেখাও (হওওও...)
পৃথিবীটা কার, তোমার না আমার, বলে দাও ।
স্বপ্নের শুরুতে তুমি, কিছু দূরে ছিলে তুমি ।
মাঝ পথে চলে গেলে শেষটা করবে কে ।
এ তো নয় অভিযোগ, এ নয় হতাশা
শুরেতে ছিলে তুমি, এই কি বেশি না ।
তুমি চলে যাও, একা, বাঁচা কি শেখাও (হওওও...)
পৃথিবীটা কার, তোমার না আমার, বলে দাও ।
বল না...
Written by: Rashed Uddin Ahmed Topu, Robiul Islam
instagramSharePathic_arrow_out

Loading...