歌词
চুল ভিজাবো না, আমি বেণী ভিজাবো না
চুল ভিজাবো না, আমি বেণী ভিজাবো না
আমার যেমন বেণী
আমার যেমন বেণী তেমনি রবে, চুল ভিজাবো না
আমার যেমন বেণী তেমনি রবে, চুল ভিজাবো না
চুল ভিজাবো না, আমি বেণী ভিজাবো না
চুল ভিজাবো না, আমি বেণী ভিজাবো না
আমার যেমন বেণী তেমনি রবে, চুল ভিজাবো না
আমার যেমন বেণী তেমনি রবে, চুল ভিজাবো না
জলে নামবো, জল ছোঁবো না
জল সরাবো, জল ছোঁবো না
এপার ওপার সাঁতার পাথার
এপার ওপার সাঁতার পাথার
আমি করি আনাগোনা
চুল ভিজাবো না, আমি বেণী ভিজাবো না
চুল ভিজাবো না, আমি বেণী ভিজাবো না
আমার যেমন বেণী তেমনি রবে, চুল ভিজাবো না
ভোলার মন...
ভোগ লাগাবো, ভোগে মরবো না
ভোগ লাগাবো, ভোগে মরবো না
আমি রাঁধিবো, বাড়িবো, ব্যঞ্জন বাটিবো
রাঁধিবো, বাড়িবো, ব্যঞ্জন বাটিবো
তবু আমি হাঁড়ি ছোঁবো না
চুল ভিজাবো না, আমি বেণী ভিজাবো না
চুল ভিজাবো না, আমি বেণী ভিজাবো না
আমার যেমন বেণী তেমনি রবে চুল ভিজাবো না
ভোলার মন...
ভোলার মন...
গোঁসাই রসরাজে বলে, "শোনো গো নাগরী
ও রূপের যাই বলিহারি"
গোঁসাই রসরাজে বলে, "শোনো গো নাগরী
ও রূপের যাই বলিহারি
আমি হবো না সতী, না হবো অসতী
তবু আমি পতি ছাড়বো না"
চুল ভিজাবো না, আমি বেণী ভিজাবো না
চুল ভিজাবো না, আমি বেণী ভিজাবো না
আমার যেমন বেণী তেমনি রবে, চুল ভিজাবো না
আমার যেমন বেণী তেমনি রবে, চুল ভিজাবো না
আমার যেমন বেণী তেমনি রবে, চুল ভিজাবো না