制作
出演艺人
Dolly Shayontoni
表演者
作曲和作词
Mehedi
作曲
Ahmed Rizvi
词曲作者
歌词
কী স্বপন দেইখা আইলাম ভবে
দয়াল, ভবের মায়ায় রইলাম ডুবে
স্বপন দেইখা আইলাম ভবে
দয়াল, ভবের মায়ায় রইলাম ডুবে
আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে?
আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পারে রে?
তুই সেই, আমার মন
আমার মন, তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সেই, আমার মন
আমার মন, তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সেই, আমার মন
সোনা দিয়া বাঁধলাম এ ঘর
দয়াল, ঘুণে করল জরজর
সোনা দিয়া বাঁধলাম এ ঘর
দয়াল, ঘুণে করল জরজর
একদিন সেই ঘর ছাড়িয়া ময়না যাবে রে
একদিন সেই ঘর ছাড়িয়া ময়নায় যাবে রে
তুই সেই, আমার মন
আমার মন, তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সেই, আমার মন
আমার মন, তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সেই, আমার মন
আমার তিন কাঠেরই নৌকাখানি
দয়াল, জোড়ায় জোড়ায় ওঠে পানি
তিন কাঠেরই নৌকাখানি
দয়াল, জোড়ায় জোড়ায় ওঠে পানি
আমি কী দিয়া সেচিব নৌকার পানি রে?
আমি কী দিয়া সেচিব নৌকার পানি রে?
তুই সেই, আমার মন
আমার মন, তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সেই, আমার মন
আমার মন, তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সেই, আমার মন
যেদিন আজরাইল মোর আসবে কাছে
দয়াল, হাত-পায়ে বান্ধিবে কষে
আজরাইল মোর আসবে কাছে
দয়াল, হাত-পায়ে বান্ধিবে কষে
সেইদিন রাসুল বিনে কে তরাবে আমারে?
সেইদিন মুর্শিদ বিনে কে তরাবে আসরে?
তুই সেই, আমার মন
আমার মন, তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সেই, আমার মন
আমার মন, তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সেই, আমার মন
আমার মন, তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সেই, আমার মন
আমার মন, তোরে পারলাম না বুঝাইতে রে
তুই সেই, আমার মন
Written by: Ahmed Rizvi, Mehedi