歌词
ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক- সকল দেশের সেরা
ও সে, স্বপ্ন দিয়ে তৈরি সে-দেশ, স্মৃতি দিয়ে ঘেরা
চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তারা পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রানি সে যে- আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি
ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ
ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম- যেন এই দেশেতেই মরি
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রানি সে যে- আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি
Written by: Dwijendralal Ray