歌词
কথা কওয়া না যায় আর মাগো
কথা কওয়া না যায়
কথা কওয়া না যায় আর মাগো
কথা কওয়া না যায় মাগো
কথা কওয়া না যায়
দূর আকাশে একলা পাখি
নীড়ে আর ফিরবে না কি!
তীরের ঘাটের মায়া ছাড়ি
নদী যায় কোথায়!
স্বপ্ন ভাঙ্গা নিদ্রাহারা
ঘুরি আমি ছন্নছাড়া
ফেরার ঘর নাই
হায় দু-চোখে অশ্রু শুকায়
পাথর পাথর ছায়া খাড়া
ছন্দ ফলি নদীর ধারা
আকাশে মেঘ ঢাকে তারা
মন দিশা না পায়
তবুও পোড়া মন কি বোঝে
আজিও ঘোরে... কিসের খোঁজে
তবু পোড়া মন কি বোঝে
আজিও ঘোরে... কিসের খোঁজে
শিশুর ফুঁয়ে পাতার বাঁশি
প্রাণের সুর শুনায়
কি আর কথা কবো মাগো
কথা কওয়া না যায়
কি আর কথা কবো মাগো
কথা কওয়া না যায়
মাগো কথা কওয়া না যায়
মাগো কথা কওয়া না যায়