音乐视频

音乐视频

制作

歌词

বাঁধভাঙা পণ করে ছিনিয়ে বিজয়
আকাশ ভরা মেঘ সরিয়ে সূর্য রোদে হাসে সময়
অপেক্ষায় সে ক্ষণ অধীর প্রতীক্ষায়
কেন যে কাঁপে হৃদয় দূর করে দুষ্ট ভয়?
আজ তোমাদের হাতে কেতন উড়িয়ে দাও দিগন্তে
এসো হাতে রেখে হাত সামনে এগিয়ে
চলো স্বপ্নগুলো সব সাত রঙে রাঙাই
সাফল্যেরই সাথে শুরু বসবাস
হাল ধরে শপথের পেরিয়ে জলোচ্ছ্বাস
বিভেদ ভুলে মন স্বপ্নের সাগরে
আগামীর পৃথিবী
ছাড়িয়ে সকল জয়
আজ তোমাদের হাতে কেতন উড়িয়ে দাও দিগন্তে
এসো হাতে রেখে হাত সামনে এগিয়ে
চলো স্বপ্নগুলো সব সাত রঙে রাঙাই
আজ তোমাদের হাতে কেতন উড়িয়ে দাও দিগন্তে
এসো হাতে রেখে হাত সামনে এগিয়ে
আজ তোমাদের হাতে কেতন উড়িয়ে দাও দিগন্তে
এসো হাতে রেখে হাত সামনে এগিয়ে
চলো স্বপ্নগুলো সব সাত রঙে রাঙাই
আজ তোমাদের হাতে কেতন উড়িয়ে দাও দিগন্তে
এসো হাতে রেখে হাত সামনে এগিয়ে
চলো স্বপ্নগুলো সব সাত রঙে রাঙাই
Written by: Sheikh Adan Almuqtadir
instagramSharePathic_arrow_out

Loading...