制作
出演艺人
Nakash Aziz
表演者
Jonita Gandhi
表演者
作曲和作词
Jeet Gannguli
作曲
Pranjal
作词
歌词
ওরে মন পাগল
বলি যে শোন
কেন অকারণ চিন্তা তোর?
আর ভাবিস না
তুই থামিস না
চল এগিয়ে, রাত হবে ভোর
খোদার দরবারে চাইলে সব পাবে
সে যে সাথে আছে
ভয় কি তোর?
আল্লাহ্ মেহেরবান
মওলা মেহেরবান
আল্লাহ্ মেহেরবান
মওলা রে
আল্লাহ্ মেহেরবান
মওলা মেহেরবান
আল্লাহ্ মেহেরবান
মওলা রে
তাঁরই আকাশ, তাঁরই বাতাস, তাঁরই পৃথিবী
মনের কথা বুঝতে পারে
মুখে কি বলবি?
চোখ দিয়ে যে যায়না দেখা
মন খুলে তুই দেখ
অন্য পথে চলবি কেন
লক্ষ্য যখন এক?
খোদার দরবারে চাইলে সব পাবে
সে যে সাথে আছে
ভয় কি তোর?
আল্লাহ্ মেহেরবান
মওলা মেহেরবান
আল্লাহ্ মেহেরবান
মওলা রে
আল্লাহ্ মেহেরবান
মওলা মেহেরবান
আল্লাহ্ মেহেরবান
মওলা রে
তোমায় বুঝি, তোমায় খুঁজি, দেখতে তো না পাই
সবার ভিড়ে ঘুরেফিরে
তোমার পথেই যাই
থাকলে তুমি আমার পাশে
ভাবনা কিছু নেই
কাটবে জানি কালো আঁধার
তোমার দয়াতেই
খোদার দরবারে চাইলে সব পাবে
সে যে সাথে আছে
ভয় কি তোর?
আল্লাহ্ মেহেরবান
মওলা মেহেরবান
আল্লাহ্ মেহেরবান
মওলা রে
আল্লাহ্ মেহেরবান
মওলা মেহেরবান
আল্লাহ্ মেহেরবান
মওলা রে
Written by: Jeet Gannguli, Pranjal