制作

出演艺人
Helal
Helal
领唱
Habib
Habib
领唱
作曲和作词
Habib
Habib
作曲
Fakir Wahid
Fakir Wahid
词曲作者
制作和工程
Habib Wahid
Habib Wahid
制作人

歌词

ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো
সোনাবন্ধে লইয়া যায় পরানি
ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো
সোনাবন্ধে লইয়া যায় পরানি
সোনাবন্ধে লইয়া যায় পরানি গো
সোনাবন্ধে লইয়া যায় পরানি
ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো
সোনাবন্ধে লইয়া যায় পরানি
যখন বন্ধের বাঁশি মারে টান
কাঙ্খেতে কলসি আমার বুকে দিলাম বান
যখন বন্ধের বাঁশে মারে টান
কাঙ্খেতে কলসি আমার বুকে দিলাম বান
হায় গো কাঙ্খের কলসি ভূমিত থুইয়া
বন্ধের বাঁশির গান শুনি
সোনাবন্ধে লইয়া যায় পরানি
ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো
সোনাবন্ধে লইয়া যায় পরানি
হায় গো না জানি তার মনের কল্পনা
নাম ধরিয়া বাজায় বাঁশি করলো দেওয়ানা
হায় গো না জানি তার মনের কল্পনা
নাম ধরিয়া বাজায় বাঁশি করলো দেওয়ানা
হায় গো মনে লয় তার সঙ্গে যাইতাম
দাসী বানায় নিবো নি
সোনাবন্ধে লইয়া যায় পরানি
ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো
সোনাবন্ধে লইয়া যায় পরানি
হায় গো কামনদীর বিষম যন্ত্রণা
সাধ মিটাইয়া বন্ধের সাথে মিলতেও দিলো না
হায় গো কামনদীর বিষম যন্ত্রণা
সাধ মিটাইয়া বন্ধের সাথে মিলতেও দিলো না
ফকির ওয়াহিদ বলে ডুব নাই দিলি
বিষ খাইলে মরমু নি
সোনাবন্ধে লইয়া যায় পরানি
ওই শোনা যায় শ্যামের বাঁশির ধ্বনি লো
সোনাবন্ধে লইয়া যায় পরানি
সোনাবন্ধে লইয়া যায় পরানি গো
সোনাবন্ধে লইয়া যায় পরানি
সোনাবন্ধে লইয়া যায় পরানি
সোনাবন্ধে লইয়া যায় পরানি
Written by: Fakir Wahid, Habib
instagramSharePathic_arrow_out

Loading...