制作

歌词

প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে
বায়ু করে হাহাকার
দীর্ঘপথের শেষে ডাকি মন্দিরে এসে
"খোলো, খোলো, খোলো দ্বার"
প্রখর তপনতাপে
বাহির হয়েছি কবে কার আহ্বানরবে
এখনি মলিন হবে প্রভাতের ফুলহার
খোলো, খোলো, খোলো দ্বার
প্রখর তপনতাপে
বুকে বাজে আশাহীনা ক্ষীণমর্মর বীণা
জানি না কে আছে কিনা, সাড়া তো না পাই তার
বুকে বাজে আশাহীনা ক্ষীণমর্মর বীণা
জানি না কে আছে কিনা, সাড়া তো না পাই তার
আজি সারা দিন ধরে প্রাণে সুর ওঠে ভরে
একেলা কেমন করে বহিব গানের ভার
খোলো, খোলো, খোলো দ্বার
প্রখর তপনতাপে আকাশ তৃষায় কাঁপে
বায়ু করে হাহাকার
দীর্ঘপথের শেষে ডাকি মন্দিরে এসে
"খোলো, খোলো, খোলো দ্বার"
প্রখর তপনতাপে
instagramSharePathic_arrow_out

Loading...