精选于

制作

歌词

তরী আমার হঠাৎ ডুবে যায়
তরী আমার...
কোনখানে রে কোন পাষাণের ঘায়
তরী আমার হঠাৎ ডুবে যায়
তরী আমার...
নবীন তরী নতুন চলে
দিইনি পাড়ি অগাধ জলে
নবীন তরী নতুন চলে
দিইনি পাড়ি অগাধ জলে
বাহি তারে খেলার ছলে কিনার-কিনারায়
তরী আমার হঠাৎ ডুবে যায়
তরী আমার...
ভেসেছিলেম স্রোতের ভরে
একা ছিলেম কর্ণ ধরে
লেগেছিল পালের 'পরে মধুর মৃদু বায়
ভেসেছিলেম স্রোতের ভরে
একা ছিলেম কর্ণ ধরে
লেগেছিল পালের 'পরে মধুর মৃদু বায়
সুখে ছিলেম আপন-মনে
মেঘ ছিল না গগনকোণে
সুখে ছিলেম আপন-মনে
মেঘ ছিল না গগনকোণে
লাগবে তরী কুসুমবনে
লাগবে তরী কুসুমবনে
ছিলেম সেই আশায়
তরী আমার হঠাৎ ডুবে যায়
তরী আমার...
কোনখানে রে কোন পাষাণের ঘায়
তরী আমার হঠাৎ ডুবে যায়
তরী আমার...
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out