制作

歌词

আহা, জাগি পোহালো বিভাবরী
আহা, জাগি পোহালো বিভাবরী
ক্লান্ত নয়ন তব সুন্দরী
অতি ক্লান্ত নয়ন তব সুন্দরী
আহা, জাগি পোহালো বিভাবরী
আহা, জাগি পোহালো বিভাবরী
ম্লান প্রদীপ উষানিলচঞ্চল
পাণ্ডুর শশধর গত-অস্তাচল
মুছ আঁখিজল, চল সখি চল
অঙ্গে নীলাঞ্চল সম্বরি
আহা, জাগি পোহালো বিভাবরী
আহা, জাগি পোহালো বিভাবরী
শরতপ্রভাত নিরাময় নির্মল
শরতপ্রভাত নিরাময় নির্মল
শান্ত সমীরে কোমল পরিমল
নির্জন বনতল শিশিরসুশীতল
পুলকাকুল তরুবল্লরী
বিরহশয়নে ফেলি মলিন মালিকা
এস নবভুবনে এসে গো বালিকা
গাঁথি লহ অঞ্চলে নব শেফালিকা
অলকে নবীন ফুলমঞ্জরী
আহা, জাগি পোহালো বিভাবরী
আহা, জাগি পোহালো বিভাবরী
ক্লান্ত নয়ন তব সুন্দরী
অতি ক্লান্ত নয়ন তব সুন্দরী
আহা, জাগি পোহালো বিভাবরী
আহা, জাগি পোহালো বিভাবরী
instagramSharePathic_arrow_out

Loading...