精选于

歌词

ঝড়ে যায় উড়ে যায় গো আমার মুখের আঁচলখানি
ঝড়ে যায় উড়ে যায় গো
ঢাকা থাকে না হায় গো, তারে রাখতে না'রি টানি
ঝড়ে যায় উড়ে যায় গো
আমার রইল না লাজলজ্জা
আমার ঘুচল গো সাজসজ্জা
আমার রইল না লাজলজ্জা
আমার ঘুচল গো সাজসজ্জা
তুমি দেখলে আমারে
এমন প্রলয়-মাঝে আনি
আমায় এমন মরণ হানি
ঝড়ে যায় উড়ে যায় গো
হঠাৎ আকাশ উজলি কারে খুঁজে কে ওই চলে
চমক লাগায় বিজুলি আমার আঁধার ঘরের তলে
হঠাৎ আকাশ উজলি কারে খুঁজে কে ওই চলে
চমক লাগায় বিজুলি আমার আঁধার ঘরের তলে
তবে নিশীথগগন জুড়ে আমার যাক সকলই উড়ে
এই দারুণ কল্লোলে বাজুক আমার প্রাণের বাণী
কোনো বাঁধন নাহি মানি
ঝড়ে যায় উড়ে যায় গো
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out